আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দাগনভূঞায় ১১মামলার আসামী লম্বা সুজন গাঁজাসহ গ্রেফতার

  • দাগনভূঞা প্রতিনিধি
  • দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর এলাকা থেকে মো. আব্দুর রহিম সুজন ওরফে লম্বা সুজন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩৫০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

    জানা যায়, গত ২ ফেব্রুয়ারী রবিবার রাত ১০:৩০টার দিকে দাগনভূঞা থানা পুলিশ সুজনকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। তিনি আলাইয়াপুর গ্রামের মৃত আব্দুল বারেক ওরফে বারেক পিয়নের ছেলে।

    দাগনভূঞা থানার সহকারী উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলাইয়াপুর সাকিনস্থ খেজুর গাছ তলায় জসিম মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী আব্দুর রহিম সুজনকে ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দাগনভূঞা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তার নামে বিভিন্ন চুরি,ডাকাতি, বিস্ফোরকসহ মোট ১১টি মামলা রয়েছে।

    দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090