ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে বিনা লাইসেন্সে ইটভাটা পরিচালনার অপরাধে সোমবার বিকালে নিশান ব্রিক ম্যানু. লিমিটেড এর স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান এর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া এ অভিযান পরিচালনা করেন।
ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার তানিয়া বলেন, সকল অনিয়ম ও ভেজালরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কেটে কৃষি জমি ধ্বংস ও বালু তুলে পরিবেশের ভারসাম্য নষ্ট করা এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।
এ সময় ছাগলনাইয়া থানার এএসআই মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি