স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন ও শান্তি-সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে ফেনীর দাগনভূঞা উপজেলায় পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠিত হয়েছে। সোমবার দুপুরে (২ ডিসেম্বর) দাগনভূঞা বাজারের স্টার রেডিসন কমিউনিটি সেন্টারে পিএফজি গঠন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুজনের দাগনভূঞা উপজেলা সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আবু তাহের আজাদ। টিএইচপির ফিল্ড কো-অরডিনেটর খোদেজা বেগমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সুজনের দাগনভূঞা উপজেলা সাধারণ সম্পাদক ও বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন। দি হাঙ্গার প্রজেক্ট ও সভার উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাসির উদ্দিন। পিএফজি’র গঠণতন্ত্র উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অরডিনেটর মো. রাসেল আহমেদ।
অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির আহাম্মদ পেয়ার, ফেনী জেলা জামায়াতের শূরা সদস্য মুক্তিযোদ্ধা এএসএম নূরনবী দুলাল, উপজেলা জামায়াতের আমীর গাজী ছালেহ উদ্দিন, দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, বিএনপি নেতা নুরুল হক, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, দাগনভূঞা উপজেলা ইমাম সমিতির সভাপতি ইমাম উদ্দিন মিয়াজী, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র সমাজসেবক নজির আহাম্মদ ও কামাল হোসেন, ওয়ার্কাস পার্টির সভাপতি মশিউর রহমান মিলন, ইসলামী ঐক্যফন্টের সভাপতি আবু নাছের, উপজেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম দুলাল, উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঞা, উদ্যোক্তা ফেরদৌস আরা, তরুণ সংঘের সভাপতি ইয়াকুব রকি, নারী নেত্রী সেলিনা মমতাজ প্রমূখ।
পিএফজি গঠন সভায় বিভিন্ন রাজনীতিক দল, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দাগনভূঞা উপজেলায় সহিংসতা নিরসন ও শান্তি-সম্প্রীতি স্থাপনে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
দি হাঙ্গার প্রজেক্ট (টিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের ‘পিস বিল্ডিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দাগনভূঞা উপজেলার সকল বৈধ ও নিবন্ধিত রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে টিএইচপি র অনুপ্রেরণায় একটি বহুদলীয় প্লাটফর্ম ‘পিস ফেসিলিটেটর গ্রুপ’ (পিএফজি) গঠিত হয়েছে। যা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখবে।
সভা শেষে সকলের মতামতে ভিত্তিতে একজন সমন্বয়কারীসহ ৩০ সদস্যদের পিএফজি গ্রুপ গঠন করা হয়।
ফেনী ট্রিবিউন/এটি/এএএম