ফেনীতে যুব জামায়াতের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ফেনী জিএ একাডেমী মাঠে আয়োজিত টুর্ণামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে ১৪ নং ওয়ার্ডকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ১৩ নং ওয়ার্ড দল। পরে প্রধান অতিথি থেকে বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আনম আবদুর রহীম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও জামায়াতের ৭ নং ওয়ার্ডের আমীর নুরুন নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী শহর জামায়াতের আমীর মোহাম্মদ ইলিয়াছ, জেলা যুব ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন। ৬ নং ওয়ার্ড জামায়াতের আমীর মামুনুর রশীদের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য মামুনুর রশিদ জানান, ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ টুর্ণামেন্টে ফেনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ১৬টি দল অংশ নেয়। সর্বশেষ ১৩ নং ওয়ার্ড ও ১৪ নং ওয়ার্ডের মধ্যকার ফাইনাল খেলায় ১৩ নং ওয়ার্ড বিজয় লাভ করেছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি