১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ফেনীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলায় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ডিপ্লোমা সার্ভেয়াররা।
দাবি আদায়ে আজ ২ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করবেন তারা। দাবি মানা না হলে আগামী ৬ অক্টোবর থেকে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন তারা। ১ অক্টোবর মঙ্গলবার থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।
এ সময়ের বক্তব্য রাখেন আন্দোলনরত ফেনী জেলা সমন্বয়ক ডিপ্লোমা সার্ভেয়ার মো. শাখাওয়াত হোসেন, ফেনী জেলা পরিষদের সার্ভেয়ার ইকবাল আহম্মদ, সোনাগাজী ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ জামাল হোসেন, দাগনভূঞা ভূমি অফিসের সার্ভে আর মোহাম্মদ শাহাব উদ্দিন, জেলা প্রশাসনের এলএ শাখার সার্ভেয়ার আবুল বাশার। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার মো. সোহাগ, ফেনী সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু হানিফ, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার ইফরাত জাহান, উত্তম কুমার ও কামরুল হাসান, বাংলাদেশ রেলওয়ের সার্ভেয়ার সলিমুল্লাহ চৌধুরী, ছাগলনাইয়া ভূমি অফিসে সার্ভেয়ার মোহাম্মদ হাসান ইমাম, এলজিইডি ফেনীর সার্ভেয়ার রাশেদুল ইসলাম, পরশুরাম উপজেলা ভূমি পরিষদ সার্ভেয়ার মোহাম্মদ ইয়াসিন, সার্ভেয়ার মাহবুবুর রশিদ।
আন্দোলনকারীরা জানান, মন্ত্রনালয় থেকে বিভিন্ন সময়ে অপরাপর ডিপ্লোমা প্রকৌশলীদের ২য় শ্রেণি ও ১০ গ্রেড দেওয়া হলেও সার্ভেয়িং ডিপ্লোমাদের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। ২০০৬ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজী পাশ কৃতদের পদমর্যাদা ও বেতন স্কেল অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় বৃদ্ধির। সুপারিশ করলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এর আগেও এধরণের সুপারিশ করা হয়েছে। কিন্তু সুপারিশ বাস্তবায়ন হয়নি। দাবি বাস্তবায়ন না হয়ে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি