আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মহিপালে ১৭ লাখ ৯০ হাজার টাকার ইয়াবা সহ আটক ২

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর মহিপাল এলাকায় ০১ সেপ্টেম্বর বুধবার রাতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারী মো. সাজ্জাদ চৌধুরী (২৭) ও মো. তানভিরুল ইসলাম (২৫) কে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৭ লাখ ৯০ হাজার টাকা।

    র‌্যাব-৭, ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ২ মাদক কারবারী মোটর সাইকেলযোগে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে নিয়ে যাচ্ছে। র‌্যাবের একটি দল ফেনীর মহিপালস্থ বায়তুশ শরফ আবাসিক এলাকা গেইটের সামনে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মোটর সাইকেলটিকে থামানোর সংকেত দিলে না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    র‌্যাব সদস্যরা ধাওয়া করে মো. সাজ্জাদ চৌধুরী (২৭), পিতা মৃত ফিরোজ খান ও মো. তানভিরুল ইসলাম (২৫) পিতা মো. বাবর, উভয় সাং দক্ষিন কাট্টলী, থানা পাহাড়তলী, জেলা চট্টগ্রামদ্বয়কে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে ৩ হাজার ৫শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোটর সাইকেল চট্ট-মেট্টো-ল-১৫-৮৫৪৩ জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৭ লাখ ৯০ হাজার টাকা।

    ফেনীস্থ র‍্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, আটককৃত দুই ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090