আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কনসেপ্ট প্লাসের পথচলা শুরু

  • শহর প্রতিনিধি
  • ফেনী শহরের ট্রাংক রোডের তারা নিবাসে কনসেপ্ট প্লাস এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের পথচলা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। দোয়া পরিচালনা করেন জামেয়া রশিদিয়া মাদ্রাসার বড় হুজুর মাওলানা মুফতি শহিদ উল্যাহ।

    ফেনী বিএমএ’র সভাপতি ও কনসেপ্ট প্লাস এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের চেয়ারম্যান ডা. সাহেদুল ইসলাম কাওসারের তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর হাসপাতালের তত্ত¦াবধায়ক ডা. বিধান চন্দ্র সেন, প্রধান কর্মকর্তা মিজানুর রহমান, প্রফেসর ডা. তসলিম উদ্দিন, প্রফেসর ডা. মনজুরুল হক, প্রফেসর ডা. শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক মাছুম কবীর, ডা. আবদুল মতিন, ডা. রিয়াজ উদ্দিন চৌধুরী, ডা. নার্গিস সুলতানা, ডা. রোকসানা বেগম স্বপ্না, ডা. জাহানারা বেগম, ডা. কামরুন নাহার রলি, ডা. শাহাদাত হোসেন রিপন, ডা. সাইফুল ইসলাম ভূঞা, ডা. মুসা হাসনাত।

    পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, কসসেপ্ট প্লাস’র ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল ইসলাম ভূঞা, সাইকা হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বাবু, সাংবাদিক মুহাম্মদ আরিফুর রহমান, আবদুল্লাহ আল-মামুন, এম. এমরান পাটোয়ারী, জহিরুল হক মিলনসহ বিশেষজ্ঞ চিকিসকবৃন্দ, বিএমএ নেতৃবৃন্দ, হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

    কনসেপ্ট প্লাস এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের চেয়ারম্যান ডা. সাহেদুল ইসলাম কাওসার বলেন, অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত, মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত কনসেপ্ট প্লাস ফেনীবাসীর চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সম্পাদনা : এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090