আজ

  • মঙ্গলবার
  • ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে প্রথম বিভাগ ফুটবল লীগ’র উদ্বোধন

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী জেলা ক্রীড়া সংস্থা ও ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনে আয়োজিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় ফেনীতে সোমবার প্রথম বিভাগ ফুটবল লীগ-২০১৮ এর খেলা উদ্বোধন করা হয়।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের নব-নির্বাচিত মহাসচিব ও সাইফ পাওয়ার টেক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

    ফেনী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক ও ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. আবু সুফিয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার, ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ার শাহী, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কো-অর্ডিনেটর আহম্মেদ সাইফ আল ফাত্তাহ।

    ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বাহার উদ্দিন বাহার এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১ম বিভাগ ফুটবল লীগ উপ-কমিটির আহবায়ক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রাব্বানী, কে বি এম জাহাঙ্গীর আলম ও মহিনুর জাহান লাবনী, যুগ্ন-সম্পাদক শুসেন চন্দ্র শীল ও সাহেদ উদ্দিন মিল্লাত, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, নির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফু, আবদুল মোতালেব হুমায়ুন, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, আমজাদ হোসেন বিপ্লব, দীপক চন্দ্র নাথ, মিজানুর রহমান হাজারী সজিব, আশ্রাফুল আনোয়ার, আমজাদ হোসেন বিপ্লব, তৌহিদুল ইসলাম তুহিন, মো. আবুল হাশেম, নাজিম উদ্দিন মজুমদার, খাদিজা আক্তার খানম রুনা ও বেগম শামিম আক্তার, ফেনীতে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ।

    উদ্বোধনী খেলায় রামপুর বয়েজ ক্লাব কসমস ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।
    এছাড়া প্রতিদিন বিকাল ৩.৩০ মিনিট থেকে খেলা শুরু হবে। খেলায় ফেনী জেলার ৯টি ক্লাব প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহন করবে। আগামীকাল মঙ্গলবার সকার জুনিয়র বনাম দাগনভূঞা ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

    সম্পাদনা : এএএম/এমএফ


    error: Content is protected !! please contact me 01718066090