আজ

  • বুধবার
  • ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রযুক্তিতে দক্ষ মানব শক্তি তৈরীতে ফেনীতে কোডকাব্য আইটি ইনস্টিটিউটের উদ্বোধন

  • মোজাম্মেল হক হাছান
  • ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ইসলামপুর সড়ক সংলগ্ন শাহ আলম টাওয়ারে প্রযুক্তিতে দক্ষ মানব শক্তি তৈরী করার প্রতিশ্রুতি নিয়ে কোডকাব্য আইটি ইনস্টিটিউটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    আজ (১ মে) বুধবার সকালে কোডকাব্য আইটি ইন্সটিটিউট ক্যাম্পাসে জমকালো নানা আয়োজনে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, হোম প্লাস এর এমডি আবু সুফিয়ান মাসুম, বীকন মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম মাছুম বিল্লাহ, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, ফেনী জেলা জর্জ কোর্ট এডভোকেট আবুল মুনসুর, বীকন মডেল কলেজের প্রভাষক আবুল কালাম ও আবুল খায়ের, ফেনী রেড ক্রিসেন্টের যুব প্রধান মো. মাসুম প্রমুখ।

    অনুষ্ঠানে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।

    এসময় কোডকাব্য আইটি ইনস্টিটিউটের ফাউন্ডার এন্ড সিইও মো. ইউসুফ আলী রায়হান বলেন, বর্তমান বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট জাতি গঠনে যে সুদুর প্রসারী পরিকল্পনা করেছেন তারই ধারাবাহিকতায় আমরা প্রতিষ্ঠা করেছি কোডকাব্য আইটি ইনস্টিটিউট। যা সব সময় প্রযুক্তিতে দক্ষ মানবশক্তি তৈরী করতে বদ্ধ পরিকর থাকবে। এছাড়া তিনি সকল শুভাকাঙ্ক্ষীর নিকট দোয়া চেয়েছেন। উদ্বোধন উপলক্ষে চলমান সকল কোর্সে ৫০% ছাড়ে ভর্তির সুযোগের ঘোষণা রয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090