আজ

  • রবিবার
  • ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ওমরাবাদ সমাজকল‌্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনীতে বৈষম্যহীন আলোকিত সমাজ গড়ার প্রত্যয়

  • দাগনভূঞা প্রতিনিধি
  • ’আর্ত মানবতার সেবায় আমরা’ এই শ্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত ওমরাবাদ সমাজকল‌্যাণ সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ০২ এপ্রিল বুধবার ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ জামে মস‌জিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনীতে উপস্থিত বক্তাগণ বৈষম্যহীন ন্যায়ভিত্তিক আলোকিত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    দেশবন্ধু গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার ও ওমরাবাদ সমাজকল‌্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ নূরুল আবছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর এএমডি মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও সংস্থার সহ-সভাপ‌তি যোবায়ের বিন আহাম্মদ, ওমরাবাদ সমাজ কমিটির সভাপতি হাফেজ নাছির উদ্দিন, ওমরাবাদ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মু. শহীদ উল‌্যাহ, সিলোনিয়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক আরিফুর রহমান, বিকিরণ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো. জাকির হোসেন, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সদস্য বিশিষ্ট সমাজসেবক ডা. মো. শাহজাহান।

    সংস্থার সাধারণ সস্পাদক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মু‌নির হোসেন, ওমরাবাদ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. সালমান, হাজী মনির আহাম্মদ কলেজের প্রভাষক শাহাদাত হোসেন, সমাজসেবক খিজির আহাম্মদ, সংস্থার শিক্ষা সংস্কৃতি ও দপ্তর সম্পাদক শাহিদুল ইসলাম রবিন।

    এসময় উপ‌স্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা নুরুল হুদা মানিক, সহ-সভাপতি মাহবুবুর রহমান আজাদ, কোষাধ‌্যক্ষ‌ ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস‌্য ও গজারিয়া বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, সমাজসেবক হাফেজ আহামদ উল্লাহ, সিরাজ উল্লাহ ছিদু মিয়া, এনায়েত উল্লাহ এনাম, আবদুর রাজ্জাক, মনিরুল আজিম, পেয়ার আহাম্মদ শামীম, মোশাররফ হোসেন স্বপন, মহিন উদ্দিন, আবদুল খালেক, আবুল হোসেন, শরীয়ত উল্লাহ, কলেজ শিক্ষার্থী ফারহান মাহতাব অয়ন ও তাফহিমুল ইসলাম, জাবের মাহতাব, স্কুল শিক্ষার্থী আবদুল্লাহ আল-আহনাফ সহ সংস্থার সদস‌্যসহ বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার অর্ধশত শিক্ষার্থীদের বই ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

    বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি নৈতিকতার শিক্ষা গ্রহণ করে প্রকৃত মানুষ হতে হবে। রক্তে মাংসে মানুষ নয় জ্ঞানেগুনে সমৃদ্ধ মানুষ হতে হবে। বইগুলো জ্ঞান অর্জনের একমাত্র অনুসঙ্গ নয়। জ্ঞান অর্জনের জন্য আরো অনেক বিষয় রয়েছে। সেগুলোতেও বিচরণ করতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

    অনুষ্ঠানে বক্তারা- প্রতিষ্ঠার চার বছরে ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সমাজ উন্নয়নে নানা কর্মকান্ডে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যৎ কর্মকাণ্ড আরো এগিয়ে নেয়ার ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090