পরশুরামে বক্সমাহমুদ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকালে বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে বেগম সুফিয়া আক্তারকে সভাপতি ও সুফিয়া খাতুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লায়লা জেসমিন বড়মনি। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমান গিয়াস উদ্দিন খুকু, সদস্য রোকেয়া ইসলাম।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, স্থানীয় ইউপি চেয়্যারম্যান জাকির হোসেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর ভূঞা, সাধারণ সম্পাদক হানিফ রানা হানিফ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক একরামুল হক পিয়াস, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাকিব, সদস্য আব্দুল আহাদ চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল মাহমুদ সৈকতের পরিচালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি সুফিয়া আক্তার। উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা করিম মজুমদার।
কমিটির সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন বালি আক্তার জোৎস্না এবং সেলিনা আক্তার।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি