ফেনী পৌরসভাধীন ফলেশ্বর এলাকায় একটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ ও একই সাথে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২ মার্চ) সকালে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ এ অভিযান পরিচালনা করেন।
মৌমিতা দাশ জানান, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পিছনে স্থাপিত মেসার্স আলী আজম ব্রিক ফিল্ড ১০ বছর ধরে ইট উৎপাদন করে আসছিল। সনাতন পদ্ধতিতে স্থাপিত এ ইটভাটাটির কার্যক্রমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল আশেপাশের পরিবেশ। এরই প্রেক্ষিতে অনুমোদন ছাড়া ভাটা পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে ভাটার সত্বাধিকারী আবুল বশর ভাটাটি অন্যত্র সরিয়ে নিয়ে ছাড়পত্র সংগ্রহ করা পর্যন্ত ইট তৈরী করবেনা মর্মে মুচলেকা নেয়া হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি