আজ

  • সোমবার
  • ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

জাসদের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন যারা

  • ফেনী ট্রিবিউন ডেস্ক
  • জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে পুরোনো নেতাদের সঙ্গে কমিটিতে স্থান পেয়েছেন বেশ কিছু নতুন মুখ।

    গত ২৮-২৯ ফেব্রুয়ারি জাসদের ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নির্বাচনী অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসানুল হক ইনু সভাপতি ও শিরীন আখতার সাধারন সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

    সোমবার দলের সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ১৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটির বাকি পদগুলো, ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় স্থায়ী কমিটি এবং ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলির সদস্যদের বিপরীতে নাম প্রস্তাব করেন। কাউন্সিল নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী তিন বছরের জন্য প্রস্তাবিত কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির নামের প্রস্তাব সর্বসম্মতভাবে চূড়ান্ত অনুমোদন করেছেন।

    জাসদের কমিটির পুনাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090