ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লি. এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ছাগলনাইয়া ইউসিসিএ লি. এর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ফেনীর উপ-পরিচালক দুলালী ধর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জলি রানী দাস। বক্তব্য রাখেন ছাগলনাইয়া ইউসিসিএ লি. এর ভাইস-চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড অফিসার রফিকুল ইসলাম পাটোয়ারী।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জসীম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, উপজেলা বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ফেনী জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ কামাল, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, কামাল উদ্দিন পাটোয়ারী খোকন ও জাহাঙ্গীর আলম ভূঁঞা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার ও পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে অতিথিগণ শ্রেষ্ঠ সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতির প্রতিনিধির মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি