আজ

  • মঙ্গলবার
  • ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি বাতিলের দাবীতে ডিসিকে স্মারকলিপি

  • ক্রীড়া প্রতিবেদক
  • ফেনী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সে কমিটিকে বিতর্কিত আখ্যায়িত করে বাতিলের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলার ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও বিভিন্ন সংগঠকরা ০২ ফেব্রুয়ারি রোববার দুপরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

    এসময় তারা বলেন, অবিলম্বে এ কমিটি বাতিলের জন্য কঠোর আন্দোলনে নামবেন। এনিয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম চলমান রয়েছে। এ দাবী মানা না হলে কঠোর কর্মসুচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

    ক্রীড়া সংগঠক মহিবুল হক রাসেল বলেন, খেলোয়াড় বা ক্রীড়া সংশ্লিষ্টদের বাদ দিয়ে যারা কখনো ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন না এমন ব্যক্তিদের নিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবিত কমিটি উপেক্ষা করে আবারও ফ্যাসিবাদী কায়দায় একটি গোষ্ঠী প্রভাব খাটিয়ে ঢাকা থেকে এ কমিটি নিয়ে এসেছে। শিগগিরই কমিটি বাতিল করে ক্রীড়া সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষণা করতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় তৌহিদুল ইসলাম তুহিন, ম্যানচেস্টার ক্লাবের আবুল কাশেম, ইলেভেন স্টার ক্লাবের সভাপতি রবিউল হক রবি, ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম প্রমুখ।

    প্রসঙ্গত; গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্নসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ফেনী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত এই কমিটিকে ঘিরে ব্যাপক সমালোচনা হচ্ছে ফেনী জেলাজুড়ে। এ নিয়ে শনিবার ফেনী শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্রীড়া সংশ্লিষ্টরা। এই কমিটি বাতিলের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন তারা।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090