আজ

  • বৃহস্পতিবার
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক প্রাপ্তিতে টুটুলকে সংবর্ধনা

  • নিজস্ব প্রতিনিধি
  • বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক (আবৃত্তি শিল্পী ও সংগঠক ক্যাটাগরিতে) প্রাপ্তিতে পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সমন্বয়কারী সমরজিৎ দাস টুটুলকে সংবর্ধণা দিয়েছে পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

    মঙ্গলবার শহরের মাষ্টারপাড়ায় সংগঠনের নিজস্ব হল রুমে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসান, সংগীত শিল্পী এআর কুমার, সুবচন নাট্য দলের সমন্বয়কারী নাসির উদ্দিন সাইমুম, সাংবাদিক ও সংগঠক নাজমুল হক শামীম, কবি বকুল আক্তার দরিয়া, পূবালী তবলা বিভাগের প্রধান বাদল দেবনাথ, কবি ইকবাল আলম,

    বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল চৌধুরী, ফেনী জেলার সভাপতি সুধির সরকার দিলু, নাট্যকর্মী এসহাক চৌধুরী, কবি সবুজ তাপস, অনুরনন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্য সচিব এমএফ রহমান মিলন, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সহ-সভাপতি শামীম, আবৃত্তি একাডেমীর সভাপতি সৈয়দ্য আশ্রাফুল হক আরমান, পুবালী সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সায়েম চৌধুরী।

    আবৃত্তি বিভাগের ছাত্র রাকিব হোসেন হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।

    শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090