ফেনীর সোনাগাজীতে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে পরীক্ষার্থীদের মধ্যে উপকরণগুলো বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম। সভায় বক্তব্য দেন পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ছাত্রলীগে নেতা শাহীন আলম, মো. রেজভী।
অনুষ্ঠানের ছাত্রলীগের পক্ষ থেকে শতাধিক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে একটি ব্যাগ, কলম, রাবার, রুলার, কাটারসহ বিভিন্ন ধরণের পরীক্ষার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি