প্রাইম ব্যাংকের সহযোগিতায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় রাপি ও রাহিমের ১৬১ রানের জুটিতে ভর করে ৫৪ রানের জয় পায় বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটে ২২৩ রান করে বিরলী। এর মধ্যে রাপি ৭১ বলের ৭৬ ও রাহিম ৬৬ বলে ৫৭ রান করে। এছাড়া রাপি ৩ উইকেট লাভ করে।
জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৯ রান করে। এর আগে সকালে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের আহবায়ক আমির হোসেন বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। প্রাইম ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্ট অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সদস্য মামুনুর রশীদ মিলন, আবদুল মোতালেব হুমায়ুন, জহির উদ্দিন মাহমুদ ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্ট অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিনসহ ক্রীড়ামোদী লোকজন, বিভিন্ন স্কুলের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ।
টুর্ণামেন্টে দুই গ্রুপে আটটি দল অংশগ্রহণ করছে। প্রাইম ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এ টুর্ণামেন্টে পর্যায়ক্রমে ৬৪টি জেলায় শুরু হচ্ছে এবং সারাদেশে ৪৯৫টি স্কুলের শিক্ষার্থীরা খেলায় অংশ নিবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি