ফেনীর সীমান্তবর্তী উপজেলা থেকে বিপুল পরিমান ভারতীয় হুইস্কি ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি। ১ ফেব্রুয়ারি ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান জানান, শনিবার ১ ফেব্রুয়ারি রাতে ফেনী ব্যাটালিয়ন এর অধিনস্থ তারাকুচা বিওপি’র নায়েক মো. মারুফ হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল সীমান্ত পিলার-২১৮৩ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর ফুলগাজী উপজেলার রিষ্টমুখ নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ৪৭ বোতল ভারতীয় হুইস্কি আটক করে। আটককৃত হুইস্কির সিজার মূল্য ৭০ হাজার ৫শ টাকা।
একইদিন যশপুর বিওপি’র হাবিলদার মো. মোজাম্মেল হকের নেতৃত্বে নিয়মিত টহল দল সীমান্ত পিলার ২১৯০/৪-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ৩শ ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। আটককৃত ফেন্সিডিলের সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
এদিকে একই রাতে জয়ন্তীনগর বিওপি’র হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল দল সীমান্ত পিলার-২১৫৫ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর পরশুরাম উপজেলার ডিএম সাহেবনগর নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ বোতল ভারতীয় হুইস্কি আটক করতে সক্ষম হয়। আটককৃত হুইস্কির সিজার মূল্য ৪৫ হাজার টাকা।
অপরদিকে পরশুরাম বিওপি’র নায়েব সুবেদার মো. হাসিবুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল দল সীমান্ত পিলার ২১৬২/৫-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর পরশুরাম উপজেলার বাউর পাথর নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ১০ বোতল ভারতীয় হুইস্কি আটক করে। আটককৃত হুইস্কির সিজার মূল্য ১৫ হাজার টাকা।
অন্যদিকে ছাগলনাইয়া বিওপি’র হাবিলদার মো. আনসার আলীর নেতৃত্বে নিয়মিত টহল দল সীমান্ত পিলার ২১৯৩/১-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ১০ বোতল ভারতীয় হুইস্কি আটক করা হয়। আটককৃত হুইস্কির সিজার মূল্য ১৫ হাজার টাকা।
আটককৃত মাদকগুলো ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ জমা করা হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি