‘‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ ফেব্রুয়ারী রবিবার সকালে পরশুরামে উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী বের হয়।
র্যালীটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে উপজেলা মিলনাতনে আলোচনা সভার আয়োজন করা হয়। যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল রহমান এর পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নু এমং মারমা, শিশু বিষয় কর্মকর্তা বোরহান উদ্দিন, পরশুরাম হাসপাতালের কর্মকর্তা ডা. ইন্দ্রজীত ঘোষ, পরশুরাম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজ্জামেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, জেলা পরিষদের সদস্য নিলুফার করিম প্রমুখ।
বক্তারা সবাই খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানায়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি