ফেনীর দাগনভূঞায় শিশু সুরক্ষার উপর বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারী রোববার চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইউরোপ ইউনিয়নের আর্থিক সহযোগীতায় প্রশিক্ষণটি পরিচালনা করেন শিশু সুরক্ষা আইনের বিশেষ প্রশিক্ষক ও দাগনভূঞা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
প্রশিক্ষণে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ছাড়াও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডি.এফ বিবি আয়েশা জয়া, চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কামরুল ইসলাম ক্লাইভ ও সেক্রেটারী প্রদীপ চন্দ্র দাস।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি