আজ

  • বুধবার
  • ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দাউদপুরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ৫

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের ফেনীর দাউদপুরে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    এ ঘটনায় আহতরা হলেন- সোনাগাজীর চর চান্দিয়ার শফি উল্লাহ’র ছেলে জাহাঙ্গীর, সোনাগাজীর নসা মিয়ার ছেলে হেলাল, সোনাগাজীর চর গণেশের ইউনুসের ছেলে মোশাররফ, ফেনী সদরের ধলিয়ার আবদুল করিমের ছেলে শরীফ ও একই এলাকার আজুম খানের ছেলে আশরাফ। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, দাউদপুর ব্রিজের কাছে সিএনজি চালিত অটোরিকশা ও সবজিবাহী পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

    ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত জাহাঙ্গীরের অবস্থা আশংকাজনক বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090