আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরশুরামে ঘর পেল ৪৪ পরিবার

  • পরশুরাম প্রতিনিধি
  • বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেনীর পরশুরামে ৪৪ ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে নতুন নির্মিত ঘর হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব ঘর হস্তান্তর করা হয়।

    এর মধ্যে পরশুরাম উপজেলায় মির্জানগর ইউনিয়নের চম্পক নগর গ্রামে ৮ পরিবার ও পৌর এলাকার গুথুমা গ্রামে আরও ১৮ পরিবারসহ উপজেলার মোট ৪৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ ঘর হস্তান্তর করা হয়।

    এ সব পরিবারকে চাবি ও ঘর বুঝিয়ে দেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দত্ত। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অজিৎ চন্দ্র দেবনাথ, বক্সমাহমুদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল গফুর প্রমুখ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দত্ত বলেন, মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প থেকে পরশুরামের ৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090