আজ

  • বৃহস্পতিবার
  • ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

৩৩ বছরে পদার্পন উপলক্ষে ফেনী থিয়েটার’র শুভেচ্ছা বিনিময়

  • বিনোদন প্রতিবেদক
  • ফেনীর জনপ্রিয় দর্শক নন্দিত থিয়েটার ফেনী থিয়েটার ৩৩ বছরে পদার্পন করেছে। ৩৩ বছরে পদার্পন উপলক্ষে ১ জানুয়ারি শহরের রাজাঝি দীঘির পাড়স্থ অফিসার্স কøাব সংলগ্ন ফেনী থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়।

    ফেনী থিয়েটার’র সমন্বয় সচিব আনোয়ার হোসেন রাজু সঞ্চালনায় শুভেচ্ছা বিনময় করেন ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী কামরুল আলম, সাবেক সমন্বয়কারী কাজি ইকবাল আহম্মেদ পরান, থিয়েটারের সিনিয়র সদস্য জিয়াউল আলম রানা, নাট্যসংগঠক ও সাংবাদিক নাজমুল হক শামীম, নাট্যকর্মী তাহমিনা তোফা সীমা, দিদার উল্যাহ মজুমদার, ফজলুল হক রনি, মাসুদ আল আজাদ, আশরাফুল আলম সোহাগ, নোমান আরিয়ান, ফাতেমা জান্নাত শশি, আরিশা জাহান নাদিয়া, সাজ্জাতুল ইসলাম সানি, আবদুল্লাহ আল ফাহাদ, সাজ্জাদ, ইরফান প্রমুখ।

    শুভেচ্ছা বিনিময় শেষে অতিথি ও নেতৃবৃন্দ কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখেন। এসময় সংগঠনের নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, ১৯৯০ সালের ১ জানুয়ারি একঝাঁক তরুণের সম্মিলিত উদ্যোগে ফেনী থিয়েটার প্রতিষ্ঠা হয়। গ্রæপ থিয়েটার ফেডারেশনের অন্তভূক্ত থিয়েটারটি গত ৩২ বছরে দর্শক নন্দিত অনেক নাটক মঞ্চস্থ করেছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090