ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের উন্নয়নের সঙ্গে ফেনীতে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন, আওয়ামীলীগ-বিএনপি বুঝি না, আমরা ফেনীর উন্নয়ন চাই, ছাগলনাইয়ায় বিএনপি বলে কোন নেতাকর্মী যেন জুলুম নির্যাতনের শিকার না হয় সেদিকে প্রশাসনকে খেয়াল রাখতে হবে, সবাইকে নিয়েই আমরা ফেনীকে এগিয়ে নিতে চাই। বৃহস্পতিবার ছাগলনাইয়া উপজেলার রাধানগরের লক্ষীপুরে ফেনী সদর উপজেলার সঙ্গে ছাগলনাইয়ার সংযোগস্থলে মুহুরী নদীর ওপর ব্রীজ ও সড়কের নির্মাণের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাধানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালা উদ্দিনের সভাপতিত্বে ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, ওসি মেজবাহ উদ্দিন আহম্মদ।
অন্যদের মধ্যে পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্য্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা, ঘোপালের চেয়ারম্যান আজিজুল হক মানিক, শুভপুরের আবদুল্লাহ সেলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার,সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেলসহ আওয়ামীলীগ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নদীর দু-পারে সড়ক থাকলেও একটি ব্রীজের অভাবে ছাগলনাইয়ার রাধানগরের লক্ষীপুর, করৈয়া, কহুমা, ফেনী সদর উপজেলার ভূইয়ারহাট, ফাজিলপুর, আলোকদিয়ার মানুষের শত বছরের দাবিকৃত স্বপ্নের ব্রীজের ও সড়ক নির্মাণের জন্য অতিথিবৃন্দ ৫৯ কোটি টাকা ব্যয়ে ছাগলনাইয়া উপজেলার রাধানগরের লক্ষীপুর সড়কের চার কিলোমিটার সড়ক ও মুহুরী নদীর ওপর ৭৬ মিটার দীর্ঘ ব্রীজের নিমার্ণ কাজের উদ্বোধন করেছেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি