মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে র্যালিটি শুরু হয়ে মুক্তিযুদ্ধ স্মুতিস্তম্ভ গিয়ে শেষ হয়।
বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে মাদক বিরোধী প্রচারনা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো ওয়াহিদুজজামান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. সুমনি আক্তার, ফেনীর সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. গোলাম জাকারিয়া, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ বিমল কাক্তি পাল, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি আবুল কাশেম, পরিচালক গোলামা ফারুক বাচ্চু প্রমুখ।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো গোলাম জাকারিয়া। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সিভিল সার্জন ডা. নিয়াতুজজামান, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
আলোচনা সভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি