মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগে ফেনী ক্রিকেট ইনস্টিটিউটকে সহজে হারিয়ে জয়ের সূচনা করেছে ইলেভেন স্টার ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবার (২ জানুয়ারী) ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে গ্রুপে পর্যায়ের ম্যাচে ৪ উইকেটে ক্রিকেট ইনস্টিটিউটকে হারায় ইলেভেন স্টার।
টসে নেমে ব্যাটিং করতে নেমে ইলেভেন স্টারের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফেনী ক্রিকেট ইনস্টিটিউট। ২৯.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯৫ রানে থেমে যায় তাদের ইনিংস। দলের পক্ষে রায়হান সর্বোচ্চ ২৪ ও রাকিব ১৮ রান করে। ইলেভেন স্টারের বোলার নজরুল ৩, এমদাদ ও হোসাইন প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করে।
জবাবে ৯৬ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে তেমন বেগ পেতে হয়নি ইলেভেন স্টারের ব্যাটসম্যানদের। ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইলেভেন স্টার। দলের পক্ষে তালহা সর্বোচ্চ ২৯ ও নজরুল ১৮ রান করে। ফেনী ক্রিকেট ইনস্টিটিউটের বোলার শ্যামল ৩ উইকেটে লাভ করে।
আগামীকাল শুক্রবার একই মাঠে ব্রাদার্স ক্লাব বনাম ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এএম