‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই স্লোগানে ফেনীতে চ্যানেল আই প্রকৃতি মেলা ২০২০ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। দেশবন্ধু গ্রুপ-চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষ্যে ২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান দারা, দৈনিক ফেনীর সময়’র সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, চ্যানেল আই ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবি।
অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন শ্রেনী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি