আজ

  • রবিবার
  • ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর ফ্রি ডেন্টাল ক্যাম্প

  • শহর প্রতিনিধি
  • ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে ফ্রি ডেন্টাল চেক আপ ক্যাম্প রবিবার দুপুরে পৌর এলাকার পশ্চিম চাড়ীপুর কাজী হুরমুজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

    ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা, বিশেষ অতিথি ছিলেন ফেনী জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা শিহাব উদ্দীন মাহমুদ, প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা। সঞ্চালনা করেন আসাদুজ্জামান দারা। ক্যাম্পে শতাধিক শিক্ষার্থীকে দাঁত পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ব্রাশ পেষ্ট উপহার দেয়া হয়।

    এসময় সংগঠনের সভাপতি ফয়জুল হক বাপ্পী, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, মহিম উদ্দিন পৃথিবী, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, সহ-সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক নিষাদ আদনান, দপ্তর সম্পাদক রেহানা পারভীন, সদস্য কফিল মাহমুদসহ সদস্যরা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষক ছকিনা আক্তার, সোমা চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, জাহেদা আক্তার, মোসাম্মৎ নুসরাত জাহান। এতে সহায়তা করে ডা. শিহাবস ডেন্টাল কেয়ার ও মেডিপ্লাস।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090