আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরশুরামে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

  • নিজস্ব প্রতিনিধি
  • কৃষি প্রনোদনা কর্মসূচী ২০১৯-২০ এর আওতায় রবি মৌসুমে রবিবার ফেনীর পরশুরাম উপজেলা চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরশুরামের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সরিষা, বাদাম, সার ও বীজ বিতরণ করা হয়েছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতার। বিশেষ অতিথি ছিলেন পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এটিএম খোরশেদ আলম,জেলা পরিষদের সদস্য এম সফিকুল হোসেন মহিম, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্ট।

    এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আবদুর রসুল স্বপন, এনামুল হক এনাম, স্থানীয় সংবাদকর্মী সবীর আহমেদ ফোরকানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ।

    পরে অতিথিবৃন্দ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক ২শ ৫০ জন চাষীদের মাঝে সরিষা বীজ, সার ও ১০ জন চাষীকে চীনা বাদাম বিতরণ করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090