আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে শারদীয় দূর্গোৎসব : ৪শ অসহায় হিন্দু ও মুসলমান পেলো বস্ত্র ও খাদ্য সামগ্রী

  • নিজস্ব প্রতিনিধি
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন শাড়ি, লুঙ্গি ও শুকনো খাবার উপহার প্রদান করেছে ‘ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ’। শনিবার বিকালে শহরের জয়কালী মন্দির প্রাঙ্গণে অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী উপহার তুলে দেন প্রধান অতিথি ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।

    ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা ও থোয়াই অংপ্রু মারমা, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র পাল, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।

    ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় এ সময় অন্যান্য মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনীর সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাজিব খগেশ দত্ত ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সমীর কর প্রমুখ।

    অনুষ্ঠানে হিন্দু ও মুসলমান মিলে ৪শ জন অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090