ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে জায়গা দখলের চেষ্টায় বাধা দেয়ায় প্রতিপক্ষরা শাহ আলম (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে মারাত্মক আহত করেছে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে দক্ষিণ ফরহাদ নগর মুকিম পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়,ওই সময় দক্ষিন ফরহাদ নগর গ্রামের মুকিম পাটোয়ারী বাড়ির মৃত অলি আহম্মদের স্ত্রী আয়েশা আক্তার, ছেলে আলাউদ্দিন, মহিউদ্দিন, মিলন ও আবুল খায়ের ভাড়াটে দূবৃত্ত নিয়ে দেশীয় অস্ত্রসহ জোরপূর্বকভাবে বাড়ির চলাচলের রাস্তায় মাঠি পেলে ভরাট করে জায়গা দখলের চেষ্টা চালায়। এতে বাধা দেয়ায় একই বাড়ির মৃত দলিলুর রহমানের ছেলে আওয়ামীলীগ নেতা শাহ আলমকে লোহার রড ও কাঠের লাঠি দ্বারা পিটিয়ে মারাত্মক জখম করে হত্যা চেষ্টা চালায় তারা। এসময় শাহ আলমকে উদ্ধার করতে এগিয়ে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন শাহ আলমের চাচি বয়োবৃদ্ধা তাহেরা বেগম। তাদের শৌর-চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ওই হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু জানান, স্থানীয় ইউপি সদস্য বছির আহম্মদের মাধ্যমে আমি হামলার কথা জানতে পারি। জায়গা নিয়ে বিরোধ থাকতে পারে কিন্তু করোনার মত পরিস্থিতিতেও এমন ঘটনা সত্যি নিন্দনীয়।
ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি