আজ

  • শুক্রবার
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দাগনভূঞায় দিনমজুরদের মাঝে খাদ্য বিতরণ

  • দাগনভূঞা প্রতিনিধি
  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্ধকৃত ও উপজেলা পরিষদের অর্থায়নে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের চলাচল সীমিত করায় কর্মসংকটে পড়া খেটে খাওয়া ও দিনমজুরদের মাঝে দাগনভূঞায় খাদ্য বিতরণ করা হয়েছে।

    জানা গেছে, খেটে খাওয়া দিনমজুর মানুষদের জন্য সরকারের ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় থেকে সরকারি ভাবে পাওয়া বরাদ্ধের সাথে উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু চাল, আলু, ডাল, তেলসহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করে সোমবার উপজেলার ইয়াকুবপুর, মাতুভূঞা, দাগনভূঞা সদর ও সিন্ধুরপুর ইউনিয়নে প্রত্যেক বাড়ীতে বাড়ীতে গিয়ে প্রতিবন্ধি, খেটে খাওয়া ও দিনমজুরদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পোঁছে দেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুর নবি, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুুল, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন ও মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন ও ইয়াকুবপুর ইউপি সচিব শামছুল হুদা প্রমুখ।

    উল্লেখ্য, ৪ ইউনিয়নের প্রায় এক হাজার পরিবারকে এ ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090