আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী রেল-স্টেশন এলাকার মাদক সম্রাট -সম্রাজ্ঞীর কারাদন্ড : একজনের বিরুদ্ধে মামলা

  • ফেনী ট্রিবিউন রিপোর্ট
  • শহর প্রতিনিধি :
    ফেনী রেল স্টেশনের মাদক ব্যবসার একাংশ অনেকদিন ধরেই নিয়ন্ত্রণ করে আসছে মাদক -সম্রাজ্ঞী পারুল আক্তার ওরফে বেরাজনী ও তার স্বামী মোঃ সোহেল ওরফে কালু ।রবিবার দুপুরে ফেনী রেল স্টেশনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।এ সময় কালুর কাছ থেকে ৫ কেজি গাঁজা, বেরাজনী এর কাছ থেকে ৫ কে.জি. গাঁজা ও মোশাররফ হোসেন (৬৫) এর কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৪ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। আদালত মো: সোহেল ওরফে কালু (২৮) – কে দুই (২) বছর ও পারুল আক্তার ওরফে বেরাজনী(৩৫) – কে দুই (২) বছরের কারাদন্ডে দন্ডিত করেন। মোশাররফ হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযানের শুরুতেই পুকুরে ঝাঁপিয়ে পড়েন কালু। পরবর্তীতে পানিতে লাফ দিয়ে মোবাইল কোর্ট টিম ধরে ফেলে কালুকে।অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান, জি আর পি উপ-পরিদর্শক আবদুল আলীম ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।


    error: Content is protected !! please contact me 01718066090