আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • সোনাগাজী প্রতিনিধি
  • ফেনীর সোনাগাজীতে ভূমিদস্যুদের শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের ভূমিহীন, বাস্তহারা, দিনমজুর জামাল উদ্দিনকে ভূমি দস্যুদের অত্যাচার, নির্যাতন ও হয়রানি থেকে রক্ষা করতে সর্বস্তরের জনতা এই কর্মসূচী পালন করেন।

    তারা অভিযোগ করেন, ওই গ্রামের বাস্তহারা দিনমজুর জামাল উদ্দিনকে সরকার চরখোয়াজ মৌজার ১১৩৬ নং খতিয়ানের ২৮৫৩দাগে ২০১৮ সালে ২২শতক নাল জমি বন্দোবস্ত দেন। ওই জমিতে সরকারিভাবে একটি ঘর বরাদ্দের আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ওই জমিতে মৌখিকভাবে ভিটি ভরাটের নির্দেশ দেন। ভিটি ভরাট করতে গেলে স্থানীয় চিহ্নিত ভূমিদস্যুরা দফায় দফায় বাধা দিয়ে জামাল ও তার স্ত্রী আয়েশা বেগমের উপর হামলা নির্যাতন চালিয়ে আসছে।

    একই গ্রামের চিহ্নিত ভূমি দস্যু জামশেদ আলম, আমির হোসেন, কামাল উদ্দিন, জোন্টা হুজুর, জেবল হক, মো. সুমন, মিয়াধন ও মিজানুর রহমানের নেতৃত্বে ভূমিদস্যুরা দিনমজুর জামাল উদ্দিনের জমিটি জবরদখলের চেষ্টা চালায়। তারা আরো অভিযোগ করেন রোববার সকালে ভূমিদস্যুরা জামালের ভরাটকৃত ভিটির একাংশের মাটি কেটে ফেলে দেয়। এর প্রতিবাদে চর খোয়াজ গ্রামের তেমুহানী এলাকায় ওই গ্রামের কয়েকশ’ নারী-পুরুষ সকাল ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

    এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, যুবলীগ নেতা সারোয়ার হোসেন, মো. মামুন, ভূমিহীন জামাল উদ্দিন ও তার স্ত্রী আয়েশা বেগম। এরপর দুপুর ১২টার দিকে ভূমিদস্যুদের অত্যাচার, নির্যাতন, হামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেন বাস্তহারা দিনমজুর জামাল উদ্দিন ও তার স্ত্রী আয়েশা বেগম। এসময় ভূমি দস্যুদের গ্রেফতারও দাবি করেন তারা।

    উল্লেখ্য ; চরখোয়াজ গ্রামের বাসিন্দা বাস্তহারা জামাল উদ্দিন পেশায় একজন দিনমজুর। বিয়ে উপযুক্ত তিন কন্যা ও স্ত্রী নিয়ে জনৈক আবুল খায়েরের পুকুর পাড়ে একটি খুঁপড়ি ঘরে বসবাস করে আসছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090