আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দীর্ঘ ৮ মাস পরে মাঠে ফিরে সাইফের তান্ডব!

  • নিজস্ব প্রতিনিধি
  • দীর্ঘ ৮ মাস পরে মাঠে নেমে দর্শক মাতালেন ফেনীর সাইফুদ্দিন। আজ রবিবার (১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের সাথে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে ফিরেই নিজের সোনালী সময়ের ইঙ্গিত দিলেন সাইফ।

    টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো করে বাংলাদেশ। ৪৯ ওভারে সাইফ যখন মাঠে নামে তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৯৯ রান। এরপর সাইফের ব্যাটে ঝড়ো তান্ডব। শেষ ওভারে সাইফের দর্শনীয় তিন ছক্কাসহ বাংলাদেশ সংগ্রহ করে ৩২১ রান। ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন সাইফ। উদ্বোধনী ব্যাটসম্যান লিটনের ক্যারিয়ার সেরা ১২৬ রানের ইনিংসে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান করে বাংলাদেশ।

    বল করতে নেমে আরও একবার দর্শকদের আনন্দে ভাসান সাইফ। নিজের প্রথম স্পেলে ৫ ওভারে ৬ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। বাংলাদেশ দল চলে যায় ম্যাচটির চালকের আসনে। ৩৯.১ ওভারে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। সাইফের সংগ্রহ ৭ ওভারে ২২ রান ৩ উইকেট। বাংলাদেশ পেল ১৬৯ রানের বিশাল জয়।

    এ ম্যাচে সাইফের ফিল্ডিং ছিল চোখে পড়ার মত। দৃষ্টিনন্দন ফিল্ডিং করে নিজের ফিটনেস নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে সুখবর দিলেন সাইফ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090