ফেনীতে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিপহুইপ মশিউর রহমান রাঙাকে সংবর্ধনা দিয়েছে জেলা জাতীয় পার্টি। ০১ মার্চ রোববার ফেনী সদর হাসপাতাল মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা আক্তার।
ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে জাতীয় পার্টি নেতা আবদুল ওয়াদুদ, শাহ আলম, মো. আলমগীর, মিলন, মিজানু রহমান, এম এ তাহের, জামাল উদ্দিন, সহিদ উল্যাহ, হুমায়ুন, শিরিন আক্তার, ফারহানা আইরিন, ফরিদা ইয়াছমিন, যুব সংহতির জেলা সভাপতি রেজাউল গনি পলাশ, সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি