আজ

  • মঙ্গলবার
  • ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সোনাগাজীতে দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি পালিত

  • সোনাগাজী প্রতিনিধি
  • বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ফেনীর সোনাগাজীতে দৈনিক যুগান্তরের ২১তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেডএম কামরুল আনাম। র‍্যালিটি সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

    উপজেলা পরিষদ মিলনায়তনে সোনাগাজী প্রতিনিধি জাবেদ হোসাইন মামুনের সভাপতিত্বে ও স্কাউটস লিডার বেল্লাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার সাইকুল আহমেদ ভূঞা। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহম্মেদ, অর্থনীতিবিদ স.ম শাহআলম, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, বিআরডিবি’র চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য মো. ফারুক হোসেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, পৌর আ.লীগের সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুল, সোনাগাজী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মো. আবু সাঈদ ও দৈনিক কালের কন্ঠের সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নান।

    অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংবাদকমী মোতাহের হোসেন ইমরান, বাহার উল্যাহ, আলমগীর হোসেন, হাবিবুল ইসলাম রিয়াদ, বেলায়েত হোসেন পিংকু, মেজবাউল হুদা সৌরভ, উপজেলা আ.লীগের দফতর সম্পাদক সুলতান আহম্মদ, মো. রফিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, হাজী জসিমুল হক, ডা. ইমাম হোসেন, নাজমুল হোসেন ও হাফেজ মাওলানা হাসান মাহমুদ।

    এসময় বক্তারা বলেন বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর আরো অনেকদূর এগিয়ে যাবে। দৈনিক যুগান্তর সব শ্রেনি পেশার মানুষের মূখপাত্র হিসবে দায়ীত্ব পালন করে যাচ্ছে। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে উৎসব করেন। পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সোনাগাজী প্রতিনিধির হাতে ফুল দিয়ে যুগান্তর পরিবারকে শুভেচ্ছা জানান।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090