ফেনী সরকারী কলেজের এইচএসসি ৯২ ব্যাচের উদ্যোগে গরীব, দুস্থ্য, অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল।
ফেনী সরকারী কলেজের এইচএসসি ৯২ ব্যাচের আহবায়ক ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউর হায়দার চৌধুরী সোহেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ফেনী সরকারী কলেজ বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর রফিকুর রহমান ভূঞা।
ফেনী সরকারী কলেজের এইচএসসি ৯২ ব্যাচের সদস্য শাহজালাল তারেক ও এম.এ কাফি দিদারের সঞালনায় স্বাগত বক্তব্য রাখেন-ফেনী সরকারী কলেজের এইচএসসি ৯২ ব্যাচের যুগ্ন-আহবায়ক বাহার উদ্দিন বাহার।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও ফেনী জেলা পরিষদের সদস্য রাবেয়া আক্তার রাবু ও কাজী সেলিম উদ্দিন। শেষে গরীব, দুস্থ্য, অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ ও সংগঠনের লগো উম্মোচন করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি