আজ

  • মঙ্গলবার
  • ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিলোনীয়া স্থল বন্দরে করোনা ভাইরাস শনাক্তে মেডিকেল ক্যাম্প

  • নিজস্ব প্রতিবেদক
  • চীন থেকে বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় ফেনীর পরশুরাম উপজেলার বিলোনীয়া স্থল বন্দরে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে স্থল বন্দরের একটি কক্ষে এ ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, থার্মোমিটার ও স্টেথোস্কোপে ভাইরাস শনাক্তের কাজ পরীক্ষা করা হয়। প্রতিদিন ধারাবাহিক প্রক্রিয়ায় একজন করে হেলথ ইন্সপেক্টর ও কমিউনিটি হেলথ প্রোভাইডরের মাধ্যমে এই হেলথ ডেস্কের কাজ চলছে। বৃহস্পতিবার হেলথ ইন্সপেক্টর গিয়াস উদ্দিন ও সহকারি হেলথ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম এবং শুক্রবার সহকারি হেলথ ইন্সপেক্টর লোকমান উদ্দিন ও কমিউনিটি হেলথ প্রোভাইডর মো. মহসিন দায়িত্ব পালন করেছেন। গত দুইদিনে ভারত থেকে আসা-যাওয়া করেছেন এমন ১৫ ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। সূত্র আরো জানায়, শনিবার স্বাস্থ্য সহকারি তাজুল ইসলাম ও কম্পাউন্ডার মুন্সী সাইফুদ্দিন দায়িত্ব পালন করেন।

    দায়িত্বপালনকারী হেলথ ইন্সপেক্টর গিয়াস উদ্দিন জানান, পরীক্ষায় কোন ব্যক্তির সর্দি-কাশি থাকলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করানো হবে। তবে গত দুই দিনে এমন কাউকে পাওয়া যায়নি।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি/এটি


    error: Content is protected !! please contact me 01718066090