আজ

  • মঙ্গলবার
  • ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিলোনিয়ায় পাচারকালে ১শ ১২ কেজি ইলিশ মাছ জব্দ

  • দাগনভূঞা প্রতিনিধি
  • ফেনীর পরশুরামে ৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ পরশুরাম সীমান্ত ফাঁড়ির টহল দল শুক্রবার রাতে অবৈধ ভাবে সীমান্ত পাচারের সময় ১শ ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ মাছের আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার ৪শ টাকা।

    মজুমদার হাট কোম্পানী কমান্ডার সুবেদার মো. গোলাম মোস্তফা জানান, সুবেদার হাসিবুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল পরশুরামের বাউর পাথর মধ্যম পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সীমান্তে পাচারের সময় ১শ ১২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ মাছের আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার ৪শ টাকা। এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি।

    জব্দকৃত মাছগুলো রাতেই মজুমদার হাট কোম্পানী কমান্ডার সুবেদার মো. গোলাম মোস্তফা ও বিওপি কমান্ডার নায়েক সুবেদার গোলাম হাসিবুর রহমান পরশুরাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূ এমং মারমার নিকট হস্তান্তর করেন। পরে মাছ গুলো পরশুরাম উপজেলা বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেয়া হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090