আজ

  • রবিবার
  • ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীর শহীদ মিনার ভাংচুর মামলার চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ ১১ মে

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ভাংচুর মামলায় গত বুধবার চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত। আগামী ১১ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু হান্নান। ৬৫ বছর হওয়ায় মামলা থেকে ৭-৮ জনকে বাদ দেয়া হয়েছে।

    সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি জুমার নামাজের পর হেফাজতের মিছিল থেকে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজাগরণের অস্থায়ী মঞ্চে হামলা ও ভাংচুর করা হয়। এ ঘটনায় ওইদিন রাতে জেলা জামায়াতের তৎকালীন আমীর একেএম নাজেম ওসমানী, সেক্রেটারী শামসুদ্দিনসহ ৬২ জনের নাম উল্লেখ করে জামায়াত ও হেফাজতের ৭-৮শ লোককে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়। এ মামলায় ১শ ৩৮ জনকে গ্রেফতার করা হয়। অনেকে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। ওই বছরের ২৮ আগস্ট মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কামাল হোসেন ১শ ৪৪ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

    মফিজ খান, কেফায়েত উল্যাহ, নুরুল আমিন, মিলিটারি আবুল কাশেম, নুরেরজামান সহ ৭ জনকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090