বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্বাবধানে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফেনীতে বঙ্গবন্ধু প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের জেলা পর্যায়ের উদ্বোধনী খেলা ২ ফ্রেবুয়ারী রবিবার ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি খোন্দকার নুরুন্নবী, বিপিএম, পিপিএম ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবে ছাগলনাইয়া সরকারী পাইলট হাই স্কুল বনাম বিরলী আর্দশ হাই স্কুল। খেলায় ৮টি স্কুল দল অংশগ্রহণ করবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি