ফেনীর দাগনভূঞাঁ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গজারিয়া হাই স্কুলে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও ৬ষ্ঠ শ্রেণির বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া হাই স্কুলের উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ি মো. নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের সদস্য ছালেহ আহাম্মদ হায়দার,রাবেয়া আক্তার রাবু, স্কুলের প্রধান শিক্ষক আলী আশরাফ, সাপ্তাহিক কলকন্ঠ’র সম্পাদক (ভারপ্রাপ্ত)ও বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল বাশার, ব্যবসায়ী ও যুবনেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু,সমাজ সেবক ও শিক্ষানুরাগী কামরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম মিলন, অভিভাবক সদস্য মোহাম্মদ নুর আহাম্মদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চলনায় বিদায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী মিলি।
অনুষ্ঠানে স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়া এসএসসি পরীক্ষার্থীদের সফলতায় কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন গজারিয়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজ মোহাম্মদ সোহেল।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি