আজ

  • শুক্রবার
  • ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইংরেজি নববর্ষে গ্লোবাল ইসলামী ব্যাংক সিন্দুরপুর শাখার গ্রাহক মতবিনিময় সভা

  • দাগনভূঞা প্রতিনিধি
  • “আপনার বিশ্বাস আমাদের সম্পদ, একসাথে এগিয়ে যায় সমৃদ্ধির পথে” এ স্লোগানে গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর শাখার উদ্যোগে গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১ জানুয়ারি বুধবার বিকেলে ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গ্লোবাল ইসলামী ব্যাংক সিন্দুরপুর শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কাউসার আহমেদ চৌধুরী।

    এ সময় বিশেষ অতিথি ছিলেন পাঁচগাছিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল হাসান, ডাকবাংলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন, কাশিপুর শাখার ব্যবস্থাপক রুস্তম আলী, দরবেশেরহাট উপ শাখার ইনচার্জ মোস্তফা কামাল, বীকন মডেল কলেজের প্রভাষক, দীপ্ত টিভি ও বাংলাদেশ বেতারের প্রতিবেদক আদুল্লাহ আল-মামুন।

    এ সময় বক্তব্য রাখেন গ্রাহক এনামুল হক বাহার এ কে এম আলকাছ মিয়া, আব্দুল জব্বার, মহরম আলী, মোহাম্মদ আব্দুল হামিদ, মোশারফ হোসেন, আনোয়ার হোসেন। সভায় ব্যাংকের গ্রাহক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে গ্রাহকদের নববর্ষের শুভেচ্ছা উপহার তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপক।

    প্রদান অতিথির বক্তব্যে কাউসার আহমেদ চৌধুরী বলেন, হঠাৎ দেশের পরিস্থিতির কারণে ব্যাংক সেক্টরে নানা পরিবর্তন হয়েছে। রাষ্ট্রীয় ক্রাইসিস এর কারণে ব্যাংকে যে সমস্যা ছিলো সেটা কেটে গেছে। আমরা আবার আগের জায়গায় ফিরে এসেছি। আপনারা এখন থেকে আগের মতই সুন্দর সেবা পাবেন। অতীতের চেয়ে ভালো সেবা পাবেন দয়া করে গুজবে কান দিবেন না।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090