ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের মা ফেনী সদর উপজেলা বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও গ্রামের বাসিন্দা বিমলা রাণী শীল (৮৪) গত মঙ্গলবার দুপুরে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার রাতেই নিজ গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্ত্ সম্পন্ন করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি