আজ

  • সোমবার
  • ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

‘শুধু সার্টিফিকেট অর্জন নয়-ভালো মানুষ হতে হবে’ -ডিসি ওয়াহিদুজজামান

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেছেন, শিক্ষার্থীদের শুধু ফলাফল থাকলে হবে না। সার্টিফিকেট অর্জন শুধু শিক্ষা নয়। নৈতিক শিক্ষায় মানবিক গুণাবলী ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ায় প্রকৃত শিক্ষা। যোগ্য মানুষ হতে হবে। সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ, চরিত্রবান, মনুষ্যত্ববোধ, মমত্ববোধ, ক্ষমা করার মানসিকতা থাকে তাহলে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়তে পারবে। ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে বুধবার দুপুরে পাঠ্য পুস্তুক বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. রবিউল ইসলাম, ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. সাজেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা। বক্তব্য রাখেন বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

    এ সময় মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আরেফিন, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সালাহ উদ্দিন নোমান, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভিসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

    এছাড়াও বিদ্যালয় প্রাঙ্গনে পানির ফোয়ারা, বায়োমেট্রিক হাজিরা উদ্বোধন ও নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়।

    প্রসঙ্গত; ফেনী জেলায় প্রাথমিক পর্যায়ে ৭ লাখ ৮ হাজার ২৪টি ও মাধ্যমিকে ২৬ লাখ ১৮ হাজার ৭৫৩টি মোট ৩৩ লাখ ২৬ হাজার ৭৮১টি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090