ফেনী শহরের মাস্টারপাড়া জেলা পরিষদ স্টাফ কোয়ার্টার এলাকায় ১ জানুয়ারি বুধবার দুপুরে অভিযান চালিয়ে ১শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান (২০) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মাস্টার পাড়া জেলা পরিষদ স্টাফ কোয়ার্টার এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। র্যাবের একটি দল স্টাফ কোয়ার্টার জামে মসজিদের পশ্চিম পার্শ্বে লাতু মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হওয়া মাত্র এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
র্যাব সদস্যরা ধাওয়া করে ফেনী পৌরসভার কদল গাজী রোড এলাকার আব্দুল আজিজের ছেলে মো. মেহেদী হাসানকে আটক করে। আটককৃতকে তল্লাশী করে ১শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। আটককৃত আসামী ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি