ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের নতুন রুপে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী এমপি।
ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জজকোর্টের পিপি হাফেজ আহম্মদ, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম গিটার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ খোন্দকার, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী শহর ব্যবসায়ী সমিতির মোশাররফ হোসেন ভূঞা, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইফুল্লাহ্।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি