দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় সমুহে বই উৎসব ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা উচ্চ বিদ্যালয়, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধমুখা উচ্চ বিদ্যালয়, চন্ডিপুর স.প্রা.বিদ্যালয়, দেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবরামপুর জাহান আরা উচ্চ বিদ্যালয়, বরইয়া আলী আকবর উচ্চ বিদ্যালয়, ইয়াকুবপুর স.প্রা. বি., ইছহাকিয়া আলিম মাদ্রাসা, বঙ্গবন্ধু স. প্রা. বিদ্যালয়, দক্ষিন চন্ডিপুর এবতেদায়ী মাদ্রাসা ও এনায়েত নগর স.প্রা. বিদ্যালয়সহ সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে দুধমুখা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ। বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আতাউল্যাহ খাঁন বাহাদুর, ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক আব্দুস সাত্তার ও দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নিজাম উদ্দিন প্রমুখ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি